Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যএসসি মোর্চার উদ্যোগে মহারাজ গঞ্জ বাজারে অনুষ্ঠিত সদস্যতা অভিযানে প্রদেশ সভাপতি রাজীব...

এসসি মোর্চার উদ্যোগে মহারাজ গঞ্জ বাজারে অনুষ্ঠিত সদস্যতা অভিযানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য

বিজেপির ২০২৪ সালের সদস্যতা অভিযান ইতিমধ্যেই ত্রিপুরাসহ সারা দেশে শুরু হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো দলের সদস্য সংখ্যা বাড়ানো এবং দলীয় ভিত্তি শক্তিশালী করা। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজে নতুন করে সদস্যপদ গ্রহণ করে এই কার্যক্রমে অংশ নিয়েছেন, যা কর্মীদের মধ্যে উৎসাহ জাগিয়েছে। তারই অঙ্গ হিসাবে সোমবার মহারাজগঞ্জ বাজারে এস সি মোর্চার উদ্যোগে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত হলো সদস্যতা অভিযান কর্মসূচি।

সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যমাত্রা নিয়ে গোটা দেশের সাথে রাজ্য শুরু হল প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি। এই অভিযান কর্মসূচি চলবে দুই পর্যায়ে, এই অভিযানের প্রথম অংশ ২ থেকে ২৫ সেপ্টেম্বর এবং দ্বিতীয় অংশ ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিজেপি এই প্রচারণার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে, এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে কিউআর কোড এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেও সদস্য সংগ্রহ করছে। দলের নেতৃত্ব এই প্রচারণায় গুরুত্ব দিয়ে মানুষের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে, বিশেষত সোশ্যাল মিডিয়া এবং আইটি কোঅর্ডিনেশনের মাধ্যমে। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বাজারের মৎস ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। এদিন শ্রী ভট্টাচার্য নিজ হাতে সদস্যতা অভিযান কর্মসূচি শুরু করেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর ত্রিপুরা রাজ্যে আমূল পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যেকে উন্নয়নের শিকড়ে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। পূর্বে আগরতলাতে জাতীয় হাইওয়ে ছিল ১টি কিন্তু বর্তমানে তার সংখ্যা এসে দাড়িয়েছে ৯টি।

এই সদস্যতা অভিযানের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা ও সদস্য সংখ্যা বৃদ্ধি করা যেমন মূল লক্ষ্য তারই পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও রাজ্যের অন্তিম ব্যক্তির কাছে যেন পৌছাতে সহজ হয় সেদিকে লক্ষ্য রেখেও এই অভিযানের সূচনা। এদিনের কর্মসূচি কে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতির সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য