মঙ্গলবার দেব শিল্পী বিশ্বকর্মা পুজো। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়ানের কার্যালয়ে অনুষ্ঠিত হলো অস্ত্র পূজা।সঠিক সময়ে যেন বাহিনীর অস্ত্রগুলো সক্রিয় থাকে সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হলো অস্ত্র পুজো।
মঙ্গলবার বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মা জয়ন্তী । হিন্দু ধর্মের এই উৎসবটি মূলত হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় করা হয়। প্রতিবছর কন্যা সংক্রান্তির দিনে এই পুজো করা হয়। প্রতিবছরের মতো এবারো দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পুজো ।রাজ্যেও হচ্ছে এই পুজো। প্রতিবছরের মত এবারও এদিন টিএসআর-এর দ্বিতীয় ব্যাটেলিয়ানের কার্যালয়ে জাঁকজমকভাবে সম্পন্ন হয় বিশ্বকর্মা পুজো ।টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়নের এই বিশ্বকর্মা পুজোর মহর্ত হলো ,এই দিনে একই সাথে অস্ত্রপূজাও অনুষ্ঠিত হয় ।এদিন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেব শিল্পী বিশ্বকর্মা পুজোর সাথে অস্ত্রপূজাও অনুষ্ঠিত হয়।
বিশ্বকর্মা পুজোর সাথে অস্ত্র পুজোর এই রীতি প্রসঙ্গে টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়ানের নায়ক সুবেদার জানান ,অস্ত্রের নির্মাণ কর্তাও দেব শিল্পী বিশ্বকর্মা ।সঠিক সময়ে অস্ত্রগুলো যেন সঠিকভাবে কাজ করে এই লক্ষেই বিশ্বকর্মার আরাধনা সাথে অস্ত্রের আরাধনা করা হয় বলে জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে দেশের বিভিন্ন সামরিক বাহিনীতে অস্ত্র পূজো একটি উল্লেখযোগ্য বাৎসরিক অনুষ্ঠান ।বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সময়ে এই অস্ত্র পূজা অনুষ্ঠিত হয় । ভারতীয় সেনাবাহিনী প্রতিবছর দশেরা’র দিনে অস্ত্র পুজো করে থাকে। এদিনের বিশ্বকর্মা ও অস্ত্র পুজোয় টিএসআর এর দ্বিতীয় বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন।