তেলিয়ামুড়া প্রতিনিধি –
প্রতি বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়া মহকুমা ইঞ্জিনিয়াররা এই দিনটিতে নানাবিধ সামাজিক কর্মসূচী পালন করে আসছে। এবছরও নান সামাজিক কর্মকান্ডেডের মধ্যদিয়ে এই দিনটি পালন করছে। এরই অঙ্গ হিসেবে রবিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে। এছাড়াও হাসপাতালে কর্মরত স্টাফদের সঙ্গে মত বিনিময় ও রোগিদের বিষয়ে খোজ খবর নেন। আজকের দিনের সম্পর্কে তেলিয়ামুড়া পি ডাব্লিউ ডি এর এস ডি ও তথা ইঞ্জিনিয়ার সুব্রত দাস জানান। সাড়া বছর উনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। এর পাশাপাশি নানা সামাজিক কাজ ও করে থাকেন। তবে এই বিশেষ দিনেও নানা সামাজিক কর্মকান্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ফল মিষ্টি বিতরণ ছাড়াও রয়েছে এক প্রিতি ক্রিকেট ম্যাচ। তেলিয়ামুড়া কন্ট্রাক্টর এসোসিয়েশন এং ইঞ্জিনিয়ার দের মধ্যে অনুষ্ঠিত হবে এই প্রিতি ক্রিকেট ম্যাচ বলে তিনি জানান।