ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বসতঘর ।দমকল কর্মী এবং এলাকাবাসীর তৎপরতায় অল্পে রক্ষা পেল গোটা এলাকা ।ঘটনা ডুকলির ঋষিপাড়া এলাকায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট বাড়ির গৃহকর্তী ।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক এক ব্যক্তির বসত ঘর ঘটনা শুক্রবার দুপুরে প্রতাপগড়ের ডুকলির ঋষিপাড়া এলাকায় এদিন দুপুরে ঋষি পারার কি কেন্দ্র চক্রবর্তীর ঘরে আগুন লাগে রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন তারাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুটি ইঞ্জিন কিন্তু রাস্তা খারাপ থাকায় দমকল কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেননি এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় খাক হয়ে যায় জিতেন্দ্র চক্রবর্তী বসত ঘর এদিন স্থানীয় এক ব্যক্তি জানান স্থানীয়রা সবাই এগিয়ে আশায় অল্পে রক্ষা পেয়েছে গোটা ঘনবসতি সম্পন্ন এলাকা আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক জিতেন্দ্র চক্রবর্তীর স্ত্রী সন্ধ্যা চক্রবর্তী আহত হয়েছেন বলে জানান তিনি বর্তমানে আহত সন্ধ্যা চক্রবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ আধিকারিক জানান এলপিজি গ্যাসের সিলিন্ডার লীগ থেকে অগ্রি কাণ্ডে সুপ্রভাত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ তিন লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।
এদিন রাস্তা খারাপ থাকায় দমকলের ইঞ্জিন গুলো সময় মত ঘটনাস্থলে পৌঁছতে পারিনি এই ঘটনায় তীব্র খুব ব্যক্ত করেন এলাকাবাসী এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।