রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে আবারো আটক বাংলাদেশী। জানা যায় পূর্বে সোনামুড়া থেকে আটক হওয়া বাংলাদেশী নাগরিক সুমন এর জবাব মুলে আটক করা হয়েছে তাদের। তাদের নাম রফিক শেখ ও আজিমুদ্দিন। গতকাল তাদেরকে আটক করা হয়েছে রাজধানীর সিটি সেন্টার এলাকা থেকে। এ নিয়ে সংবাদ মাধ্যমকে আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান , পূর্বে সুমন নামক একজন বাংলাদেশিকে সোনামুড়া থেকে গ্রেপ্তার করা হয় , তারপর তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ড চাওয়া হয় পরে ওকে জিজ্ঞাবাদের পর দুজনের নাম উঠে আসে , তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে সেই দুজন রফিক শেখ ও আজিমুদ্দিনকে গতকাল সিটি সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরা রাজধানীর সিটি সেন্টার এলাকায় একটি ফ্লেটে কাজ করতো এবং সেখানেই থাকতো। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে তোলা হবে জানান।রাজ্যে অবৈধকারী প্রবেশ মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলছে। প্রতিদিনই আটক হচ্ছে দালালসহ অবৈধ প্রবেশকারী। এখন অবৈধ প্রবেশকারী দমনে কি পদক্ষেপ নেবে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।