Friday, September 20, 2024
বাড়িখবররাজ্যভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযানকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক কর্মশালা

ভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযানকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক কর্মশালা

আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হচ্ছে। দেশব্যাপী চলবে এই কর্মসূচি। দলের সদস্যতা অভিযান কর্মসূচিকে সফল করে তুলতে বুধবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক রাজ্য স্তরের কর্মশালার আয়োজন করে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি ।এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভীষণ গৌতম, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ,রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন মঙ্গলদীপ প্রজ্জলন করে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ভীষণ গৌতম ।এই কর্মশালা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এই দলীয় কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সাথে রাজ্যেও এই সদস্যতা অভিযান চলবে। এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি। তিনি আরো জানান ,রাজ্যে বর্তমানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার বিজেপি দলের সদস্য রয়েছেন ।এবছর দলের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সদস্য সংখ্যার নিরিখে প্রথম স্থান দখলের উদ্দেশ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।পাশাপাশি তিনি আরো জানান ,রাজ্যে মন্ডল স্তর থেকে শুরু করে বিভিন্ন মোর্চা স্তর পর্যন্ত এই সদস্যতা অভিযান চলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য