তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে এক ছাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতাই ঘিরে চাঞ্চল্য! এই বিষয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের।
উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়, ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাত নাগাদ।
শুক্রবার এই ঘটনার বিবরণ নিয়ে খবরে প্রকাশ,, করইলং এলাকার বাসিন্দা তথা ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠর’তা সায়নিকা দত্ত নামের এক ছাত্রী প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে তার এক বান্ধবীর সঙ্গে ফেরার পথে ২ যুবক ১৪ ভরি ওজনের গলার স্বর্ণের চেইন বাইকে চেপে ছিনতাই করে নিয়ে যায়। সায়নিকা ও তার বান্ধবী ওই দুই যুবকের চেহারা চিনতে পারে। এবং পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তেলিয়ামুড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ এ বিষয়ে অভিযোগ হাতে পেয়ে ঘটনারতদন্ত শুরু করেছে।
তবে তেলিয়ামুড়ায় এই ছিনতাইয়ের ঘটনা ঘিরে অভিভাবক মহল থেকে শুরু করে শুভবুদ্ধির সম্পন্ন সচেতন মহল অনেকটাই চিন্তিত। এখন দেখার বিষয় পুলিশ ঘটনার তদন্ত নেমে কতটুকু কূলকিনারা করতে সক্ষম হয়।