Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যওয়ার্ল্ড মিতৈ কাউন্সিলের রাজ্য শাখার সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড মিতৈ কাউন্সিলের রাজ্য শাখার সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ রবিবার ৬ জন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে সংবর্ধনা প্রদান করল ওয়ার্ল্ড মিতৈ কাউন্সিলের ত্রিপুরা রাজ্য শাখা ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন ,ওয়ার্ল্ড মিতৈ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. কে এন চান্দ, বিশিষ্ট সমাজসেবী মুতুম বিশ্বনাথ সিংহ প্রমূখ।

রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডাবলুএমসি অর্থাৎ ওয়ার্ল্ড মিতৈ কাউন্সিলের ত্রিপুরা রাজ্য শাখা ।এই অনুষ্ঠানে রাজ্যের ৬ জন উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয় ।এরা হলেন বিশিষ্ট কবি সোরোকখাইবাম গম্ভিনী, কারু শিল্পী সৌবম নির্মলা, স্বনামধন্য বডি বিল্ডার বিশাল সিংহ, দাবারু উমাশঙ্কর দত্ত ,শিল্পী ও নৃত্য গুরু ভ্রমরজিৎ সিংহ এবং জিমন্যাস্ট ময়েংবাম সিংহ। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মিতৈ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. কে এন চান্দ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেইন, বিশিষ্ট সমাজসেবী মুতুম বিশ্বনাথ সিংহ প্রমূখ। এই অনুষ্ঠান প্রসঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেইন জানান ,সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি স্বরূপ বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্যই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এর জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেইন।

এই অনুষ্ঠানে আরও ২৩ জন মণিপুরী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।এরা কৃতিত্বের সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ,ভারত, বাংলাদেশ এবং মায়ানমারে মিতৈ জনগোষ্ঠী বহু শতাব্দী ধরে একটি সামাজিক সম্প্রদায় হিসেবে বসবাস করে আসছে ।এই সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ও প্রচারের জন্য গ্লোবাল মিতৈ ফাউন্ডেশনের একটি অন্যতম ইউনিট হল ডব্লিউএমসি বা ওয়ার্ড মিতৈ কাউন্সিল ।২০১৮ সালে এই কাউন্সিল গঠিত হয়। এই সংস্থার রাজ্য শাখা ত্রিপুরার মিতৈ সম্প্রদায়ের ক্ষমতায়ন ঐক্যের প্রচার করার মধ্য দিয়ে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবেলার কাজ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য