Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যআমতলি থানাধীন রানির খামার থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ,গ্রেপ্তার মহিলার স্বামী

আমতলি থানাধীন রানির খামার থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ,গ্রেপ্তার মহিলার স্বামী

বাথরুম থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ।মৃতার নাম সরি দেববর্মা ।তার পা দুটো বাথরুমে সিলিং এর সাথে গামছা দিয়ে বাধা অবস্থায় ছিল ।মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ ।ঘটনা আমতলী থানার অন্তর্গত রানীর খামার এলাকায়।

এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও মৃতদেহ উদ্ধারের সময় ওই মহিলার দেহের অবস্থান স্পষ্ট জানান দিচ্ছে এটি কোনো আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত খুন। ঘটনার বিবরনে জানা গেছে, আমতলী থানার অন্তর্গত রানীর খামার এলাকার কৃষ্ণ সাহার রাবার বাগানে কাজ করার জন্য ধলাই জেলার ধূমাছড়া এলাকার বিশ্বজিৎ দেববর্মা এবং তার স্ত্রী সরি দেববর্মা রাবার বাগানের একটি বাড়িতে গত তিন বছর ধরে বসবাস করছেন। এরই মধ্যে শুক্রবার রাতে আত্মহত্যা করে সরি দেববর্মা। মৃতার স্বামীর বক্তব্য, শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর বাথরুমে যায় সরি দেববর্মা, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও সে ঘরে না ফেরায়,বাথরুমের দিকে যান সরি দেববর্মার স্বামী বিশ্বজিৎ দেববর্মা। সেখানে গিয়ে বিশ্বজিত দেববর্মা দেখতে পান, তার স্ত্রী পায়ে গামছা বাধা অবস্থায় বাথরুমের সিলিং-এর সাথে উল্টো ঝুলে রয়েছে। তারপর খবর দেওয়া হয় সরি দেববর্মার বাড়ির লোকেদের। কিন্তু সব পরিজনেরাই দূরে থাকায়,রাতের বেলা কেউই আসতে পারেনি। পরবর্তীতে শনিবার সকালে মৃতার সকল আত্মীয়রা ছুটে আসে। সাথে খবর পেয়ে ছুটে আসেন আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ পুলিশ কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন ফরেনসিক টিম সহ আমতলির এসডিপিও শংকর চন্দ্র দাস। মৃতার পরিবারের বক্তব্য,কেউ উল্টোভাবে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে, এটা কোনোভাবেই মানা যায়না। তাই এটি একটি পরিকল্পিত খুন।

এদিকে আমতলী থানার পুলিশ মৃত মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করেছে। পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের ধারণা ওই মহিলাকে তার স্বামী খুন করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই গোটা ঘটনাটি পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য