তেলিয়ামুড়া প্রতিনিধি:-
রক্তদান মহৎ দান। এই কথাটি কে তাৎপর্য পূর্ন করে তুলতে আজ ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আসন্ন শারদীয়া দুর্গোৎসব কে সামনে রেখে তেলিয়ামুড়া শহরের বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে আজ ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে আনুমানিক ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মূখ্যসচেতক কল্যানী রায়, তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন এর সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা। এই রক্তদান শিবির সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূখ্যসচেতক শ্রীমতি সাহা রায় সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের এই উদ্যোগের জন্য ক্লাব কতৃপক্ষ এর প্রতি প্রশংসার বন্যা বইয়ে দেন।