Monday, January 20, 2025
বাড়িখবররাজ্যগোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে আটক এক নেশাকারবারি সহ...

গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে আটক এক নেশাকারবারি সহ পাঁচ চোর

রাজধানী আগরতলাসহ বিভিন্ন এলাকায় চুরির উপদ্রবসহ ক্রমশ বেড়েই চলছে নেশা কারবারিদের রমরমা কারবার , যা সমাজের ভবিষ্যৎ প্রজন্ম ঠেলে দিচ্ছে অন্ধকারাছন্ন ভবিষ্যতের দিকে যা খুবই ভয়াবহ। চুর কিংবা নেশা কারবারি তাদেরকে আটক করতে পুলিশের ভূমিকা সন্তোষজনক নই, কেননা গোটা কয়েককে আটক করতে সক্ষম হলেও মূল মাস্টারমাইন্ডকে আটক করতে পুলিশ এখনো সক্ষম হয়নি। তা সত্বেও জারি রয়েছে পুলিশের প্রচেষ্টা , সেই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এক নেশাকারবারি সহ পাঁচ চোরকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবক নেশাসামগ্রী বিক্রি করতে আসবে। সেই খবরের ভিত্তিতে রাধানগরে পুলিশ অভিযান চালিয়েছে এবং খবর মোতাবেক সাস্পেক্ট বিপ্লব বণিক আসতেই পুলিশ তাকে আটক করে এবং তার কাছে থেকে ১৩৫টি ড্রাগসের কৌটা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে জানান তিনি।তাছাড়া তাকে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তার সঙ্গে আরও পাঁচ জন জড়িত রয়েছেন।যথারীতি তাদের বাড়িতে পুলিশ অভিযান চালায় কিন্তু তাদেরকে আটক করতে সক্ষম হয়নি।তার পাশাপাশি তিনি জানান, গত ৫ আগস্ট একদল দুষ্কৃতিকারী বড়জলা স্কুল থেকে কিছু ফ্যান কম্পিউটার এবং কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। পুলিশ তদন্ত নেমে পাঁচজনকে আটক করে। তাদের নাম সমীর বিন ,বিলাস গুপ্ত ,যদুমনি গুপ্ত, শানু দেব ও রাজেশ দেবনাথ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য