মাস খানেক আগে ঘটে যাওয়া গণ্ডাছড়ার ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএমএল। শুক্রবার দলের তরফে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে দাবিসনদ তুলে দেন রাজ্যপালের কাছে। এদিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম এলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যরা। রাজ্য সম্পাদক বলেন, তারা চলতি মাসের ৩ তারিখ গণ্ডাতুইসা এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সাংবিধানিক অধিকার গণ্ডাছড়া বাসীর নেই। তিনি বলেন, সেখানে মানুষের ২০ কোটি টাকার উপরে লোকসান হয়েছে।অথচ রাজ্য সরকার মাত্র ৩ কোটি ২০ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রী পরিদর্শনে গিয়ে আরও ২ কোটি টাকার মতো বরাদ্দ করেছেন। কিন্তু ক্ষতির ১০- ১২ শতাংশও না এই টাকা। তারা দাবি জানান ক্ষতিগ্রস্তদের ১০০ শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে।মৃত পরমেশ্বরের পরিবারকে ৫০ লাখ টাকা ও একটি সরকারি চাকরির দাবিও জানান তারা।