Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপঞ্চায়েত নির্বাচনে ভোটাররা যখন ভোট দানে ব্যস্ত তার সুযোগে এক বাড়ি থেকে...

পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা যখন ভোট দানে ব্যস্ত তার সুযোগে এক বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণের জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনা পূর্বগণকি এলাকায়।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৮ই আগস্ট…..পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা যখন ভোট দিতে ব্যস্ত তখনই খোয়াই পূর্ব গনকি এলাকার এক ভোটার পরিবার সমেত যখন ভোট দিতে যায় তখন বাড়ির লোকের অবর্তমানে চোরের দল জানালা ভেঙ্গে প্রথমে মাটির ঘরে ঢুকে এবং পরে দুই ঘর মিলিয়ে স্বর্ণ অলংকার নগদ টাকা সহ লক্ষাদিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১১ টায় খোয়াই পূর্ব গনকি এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই পূর্ব গনকি এলাকার ভগৎ সিং পাড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা অজিত গোপের বাড়িতে এই চুরি কান্ডটি ঘটে। বৃহস্পতিবার দিনটি ছিল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট দান পর্বের দিন।স্বাভাবিকভাবে এই দিন সবাই ভোটদানের জন্য নিজ নিজ ভোটকেন্দ্রে চলে যান।ভোট দান শেষ করে অজিত গোপ যখন বাড়ি ফিরে আসেন তখন দেখতে পান উনার মাটির ঘরের জানলা ভাঙ্গা। এই ভাঙ্গা জানালা দিয়ে প্রথমে চোরের দল ঘরে প্রবেশ করে খাটের তোষকের নিচ থেকে প্রায় ১৫০০ টাকা চুরি করে এবং ওই ঘরের একটি টেবিলের উপর থেকে অজিত গোপের বিল্ডিং ঘরের চাবিটি নিয়ে পুনরায় জানলা দিয়ে বেরিয়ে বিল্ডিং ঘরের তালা খুলে এবং ওই ঘরের একটি শোকেজের চাবিও পেয়ে যায় চোরের দল সেই শোকেসের চাবি দিয়ে শোকেস খুলে সেখান থেকে কানের দুল আংটি এবং একটি বাধানো শঙ্খ সহ একটি ছোট ট্রাঙ্ক থেকে ১০ হাজার ৫০০ টাকা নিয়ে যায় চোরের দল।অজিত গোপ এও জানান ট্রাঙ্কে রাখা ১০,৫০০ টাকা বুধবার উনার স্ত্রী কে দিয়েছিল সেল্ফের গ্রুপের কর্মীরা কারণ তিনিও একজন সেলফ হেল্প গ্রুপের কর্মী সেই টাকাটাও চুরি করে নিয়ে যায় সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার উপর সম্পদের চুরি করে নিয়ে যায় চোরের দল বলে জানান অজিত গোপ। যদিও চোরকে কেউ দেখতে পায়নি বলে জানান অজিত গোপ কারণ সবাই ভোট কেন্দ্রে গিয়েছিল ভোটদানের জন্য সেই সুযোগটিকে কাজে লাগিয়েছে চোরের দল বলে অভিযোগ করেন। তবে সন্দেহ করা হচ্ছে খুব পরিচিত ব্যক্তি এই কাজটি ঘটিয়েছে না হলে বাড়ির কোন জায়গায় কোন চাবি থাকে কি করে জানলো।তবে গ্রামের মধ্যে এই চোরের ঘটনা শুনে এলাকাবাসী অজিত গোপের বাড়িতে ভিড় করে শেষে অজিত গোপ ঘটনাটি খোয়াই থানায় জানায়। দিন দুপুরে গ্রামে এই ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য