Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন

ত্রি-স্তর পঞ্চায়েতের ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট নেওয়া হয় রবিবার। এদিন রাজ্যের ৩৫ টি ব্লক এলাকায় ভোট কর্মীদের ভোট নেওয়া হয়। একথা জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস। ৮ আগস্ট পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। এই ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মী, পুলিস কর্মী সহ অন্যদের ভোট নেওয়া হয় রবিবার। এদিন বিভিন্ন ব্লক এলাকায় সকাল ১০ টা থেকে শুরু হয় ভোট। বিকেল পর্যন্ত চলে। প্রায় সাড়ে নয় হাজারের মতো ভোট কর্মী, পুলিস কর্মী ও অন্যরা ভোটদান করেন। এদিন রাজ্যের অন্যান্য ব্লকের সঙ্গে রাজধানী লাগোয়া ডুকলি ব্লকেও হয় ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ। সেখানে প্রায় ২২২ জন ভোটের কাজে নিযুক্ত কর্মী মতদান প্রয়োগ করেন। এর মধ্যে ভোট কর্মী ভোটার ৯৬ , পুলিশ কর্মী ৬৯ এবং অন্যান্য ৫৭ জন। ডুকলি ব্লক এলাকায় পাঁচটি জেলা পরিষদের আসন রয়েছে। তার মধ্যে দুটি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছে আগেই বিজেপি। ফলে ভোট হবে জিলা পরিষদের ৩ আসনে। এদিন রাজ্যের ৩৫ ব্লক এলাকায় শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ ভোটের কাজে নিযুক্তদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য