Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদস্ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলের সাথে টেক্কা দিয়ে খোয়াইতে সিপিএম...

স্ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলের সাথে টেক্কা দিয়ে খোয়াইতে সিপিএম ও বাড়ি বাড়ি প্রচারের ঝড় তুলছে

খোয়াই প্রতিনিধি ২৮শে জুলাই….আর মাত্র দশ দিন পর রাজ্যে হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।এই নির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই শাসক দল গ্রাম সরকার গঠনের জন্য মাঠে ময়দানে নেমে পড়ে।মিছিল, মিটিং,বিভিন্ন এলাকায় ঘরোয়া সভা ইত্যাদি জারি রেখেছে ।একটু দেরিতে হলেও এখন তাদের সাথে পাল্লা দিয়ে মাঠে ময়দানে নেমে পড়েছে সিপিএম দলও।এরা প্রতিদিন পালা করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনের প্রার্থীদেরকে নিয়ে বারি বাড়ি ব্যাপক প্রচার চালাচ্ছে।এরই অঙ্গ হিসেবে রবিবার সকালে খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদের সি পি আই এম প্রার্থী ত্রিপুরেশ্বরী দাস ও পঞ্চায়েত সমিতির প্রার্থী নারায়ন নমঃদাসের সমর্থনে বাড়ী বাড়ী প্রচার চালায় সিপিএম দল।এই প্রচারকালে প্রার্থীরা ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে সিপিএম দলের প্রার্থীরা ব্যাপক সাড়া ও পাচ্ছে বলে জানান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য