২০১৯ সালে উদয়পুরের পুনম মজুমদারের সাথে সুনামুরার রবীন্দ্রনগরের রাজীব দেবের সামাজিক বিয়ে হয় রাজীব দেব কোর্টে চাকরি করে বিয়ের পর থেকেই রাজীব এবং পুনমের পরিবারে অশান্তি চলছিল স্বামী রাজীব দেব প্রায় সময়ই টিকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য চাপ দিত বলে অভিযোগ পুনমের বাপের বাড়ির পক্ষ থেকে একাধিকবার টাকা-পয়সা এবং বাইক দিয়ে রাকিবকে সাহায্য করা হয় এরই মধ্যে রাজীব এবং পুনমের সংসারে এক শিশু পুত্রের জন্ম হয় কিন্তু এরপরও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল অভিযোগ পোনমকে বাপের বাড়ির লোকজনদের সাথে কথা বলতে দিত না রাজীব এরই মধ্যে স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তি দাবি করে রাজীব এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি চলে অভিযোগ এই অশান্তির হাত থেকে বাঁচতেই শুক্রবার রাতে কীটনাশক ঔষধ খেয়ে ফেলে পুনম সাথে সাথে তাকে শ্বশুরবাড়ির লোকজনেরা মেলাঘরে জেলা হাসপাতালে নিয়ে আসেন সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জি বি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর করলে ঢলে পড়ে পুনম শুক্রবার মৃত গৃহবধূ ছোটভাই অভিযোগ করে জানান পারিবারিক অশান্তির কারণেই তার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।এদিন ময়নাতদন্তের পর জিবি হাসপাতাল কর্তৃপক্ষ দেহ পরিবার পরিজনদের তুলে দেয়। এদিকে একটি অভিযোগ হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।