Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভা বেলতলী...

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভা বেলতলী এলাকায়।

খোয়াই প্রতিনিধি ২৭শে জুলাই……আর কিছুদিন পরে হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।এই নির্বাচনকে সামনে রেখে খোয়াই ব্লকের অন্তর্গত পশ্চিম শিঙি ছড়া এবং দক্ষিণ শিঙি ছড়া পঞ্চায়েতের জনগণকে নিয়ে শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে এক নির্বাচনী জনসভার আয়োজন করাহয় খোয়াই সিঙ্গিছড়া বেলতলী এলাকাতে। আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াই ব্লকের অন্তর্গত এক দুটি পঞ্চায়েত ছাড়া প্রায় সব কটি পঞ্চায়েত শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেনিয়ে নির্বাচনের আগেই। কিন্তু দেখা গেছে অধিকাংশ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির আসন গুলিতে বিরোধী দল তাদের প্রার্থী প্রদান করেন। যথারীতি দক্ষিণ শিঙি ছড়া ও পশ্চিম শিঙি ছড়া গ্রাম পঞ্চায়েতের আসন গুলি শাসক দল বিজেপির মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। মূলত ৪ নং পঞ্চায়েত সমিতির আসন এবং ৪ নং জেলা পরিষদের আসন নিয়েই আজকের ২টি পঞ্চায়েত ভিত্তিক জনসভার আয়োজন করা হয়।শনিবার বিকেলে এই জনসভাতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা খোয়াই জেলার বিজেপি দলের সভাপতি পিনাকী দাস চৌধুরী খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা ৪ নং জেলা পরিষদের বিজিপি মনোনীত প্রার্থী অপর্ণা সিংহ রায় এবং ৪নং পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী মাধব চক্রবর্তী ও এই দুই পঞ্চায়েতের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পঞ্চায়েত প্রার্থীরা। শনিবারে বিকেলে এই নির্বাচনী জনসভায় উপস্থিত নেতৃত্বরা একে একে সকলে বক্তব্য প্রদান করলেও বিধায়ক পিনাকী দাস চৌধুরীর বক্তব্য ছিল বর্তমান বিরোধী দল সিপিআইএমের গত ২৫ বছরের শাসনকালের ইতিহাস নিয়ে। তিনি পরিষ্কার ভাষায় বলেন রাজ্যে বিজিপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রায় সাত বছর এই সাত বছরে ত্রিপুরা রাজ্যে একটিও রাজনীতি খুন হয়নি অন্যদিকে গত ২৫ বছরে রাজ্যে তথা খোয়াইতে অনেকগুলি রাজনৈতিক খুন হয়েছে। তিনি আরো বলবার চেষ্টা করেন একটা সময় ছিল অর্থাৎ বাম আমলে এই সমস্ত এলাকাতে বিরোধীদল গুলি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এইসব ক্ষেত্রে প্রার্থী প্রদান করা ও কঠিন ছিল। তিনি পরিষ্কার ভাষায় বলেন বিজিপি মনোনীত প্রার্থীরা জয় হবে এই বিষয়ে তিনি নিশ্চিত। তিনি বিজেপি মনোনীত প্রার্থীদের আহ্বান রাখেন আগামীদিনে জনগণের পাশে থেকে কাজ করার জন্য যাতে গ্রাম সরকার গ্রামের মানুষের বিভিন্ন সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে এবং গ্রামের মানুষদের চাহিদা অনুযায়ী তাদের সুযোগ সুবিধাগুলি যাতে সম ভাবে বিলি বন্টন করা হয় সেই দিকে নজর রেখে কাজ করার জন্য আহ্বান রাখেন।তাতে দলের প্রতি মানুষের যেমন আস্তা বাড়বে তেমনি আগামী দিন দল আরো মজবুত হবে বলে তিনি আশাবাদী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য