ফের দুই ভারতীয় মানব পাচারকারীকে আটক করলো আগরতলা সরকারি রেল থানার পুলিস।গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ। শুক্রবার দুইজনকে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিস। ধৃতরা হল সিধাই মোহনপুরের বিপ্লব কর্মকার, দক্ষিণ গোলাগাটির বিশাল দত্ত। সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ চলছে বাংলাদেশীদের দালালের মাধ্যমে। বাংলাদেশীদের প্রতিনিয়ত অনুপ্রবেশের জন্য সাহায্য করে চলছেন একটি দালাল চক্র। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে উত পেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছেন। সেই খবরের ভিত্তিতে আগরতলা রেলস্টেশনে পৌঁছামাত্রই তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান তাদের বিরুদ্ধে আগেও থানায় মামলা ছিল। তারা বাংলাদেশীদের ভারতে অনুপ্রবেশের কাজে প্রতিনিয়ত সাহায্য করে আসছে।