এবছর কর্ণাটকে বসছে বালিকাদের জাতীয় জুনিয়র ফুটবল আসর। এতে অংশ নেবে ত্রিপুরা টিম। আসরে অংশ নিতে মঙ্গলবার রাজ্য ত্যাগ করবে রাজ্য বালিকা টিম। ২৭ আগস্ট থেকে শুরু হবে জাতীয় জুনিয়র ফুটবল আসর। সোমবার আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফুটবলারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার, কোচ বিশ্বেশ্বর নন্দী, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যরা। এদিন সভাপতি প্রণব সরকার আশা প্রকাশ করেন ত্রিপুরা টিম খুব ভালো খেলবে।