আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলিকে সংস্কার করার চিন্তাভাবনা করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে রাজধানীর বহু পুরনো বর্ডার গোলচক্কর বাজারকেও প্রয়োজনের তাগিদে সংস্কার করা হবে।আধুনিক বাজার হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে।সোমবার রাজধানীর বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শনে গিয়ে একথা বললেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।এদিন মেয়র আরও বলেন, দীর্ঘদিন ধরে বাজারটি সঠিক পরিকল্পনার অভাবে ভুগছে। বহু অর্থ ব্যয় করার পরেও বাজারের সমস্যা সমাধান না হওয়ায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছিল না। কিন্তু এখন এই বাজারটি আধুনিকিকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।মেয়র এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ব্যবসায়ীদের সহযোগিতা চান বর্ডার গোল চক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য। পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে এদিন ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিতু গুহ দে, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, সমাজসেবী জসীম উদ্দিন সহ অন্যরা।