Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যনেতাজী সুভাষ বিদ্যানিকেতনের কৃতী ছাত্র-ছাত্রীরা সংবর্ধিত হলেন

নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের কৃতী ছাত্র-ছাত্রীরা সংবর্ধিত হলেন

রাজ্যের অন্যতম বনেদী বিদ্যালয় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সহ সার্বিক কর্মকান্ডের প্রশংসা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেডি নাল্লু ।শুক্রবার ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যপাল এই প্রশংসা করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য ।কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন রাজ্যপাল, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্যরা।নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো শুক্রবার ।এই কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজিব ভট্টাচার্য ।অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভুয়সি প্রশংসা করেন। তিনি জানান এই বিদ্যালয় ৭৬ বছরের পুরনো ।প্রতিবছরই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করেন ।পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন বিদ্যালয় ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩৮৭ জন ছাত্রছাত্রীর হাতে অতিথিরা সংবর্ধনা স্মারক তুলে দেন ।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য