ত্রি-স্তর পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা- কর্মী প্রার্থীরা। মনোনয়ন পত্র জমার শেষ দিনেও বিভিন্ন জায়গায় ঘটেছে এ ধরণের ঘটনা। এসবের প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় বৃষ্টির মধ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর বাসভবনের বিক্ষোভ দেখায়। যদিও মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আগে থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। কংগ্রেস নেতৃত্ব জানান পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের ১০০ শতাংশ জয়ী করতে হবে। তারপর থেকে রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়ে যায়। এদিন সদর জেলা কংগ্রেসের তরফে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন ঘুরে আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কংগ্রেস কর্মীরা চলে আসেন। তারা বিক্ষোভ দেখাতে থাকেন।পরে পুলিস তাদের সরিয়ে দেয়। তারা এদিন ক্ষোভ উগরে দেন।