Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্যত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলের রাজনৈতিক হিংসার প্রতিবাদে পুলিশের সদর...

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলের রাজনৈতিক হিংসার প্রতিবাদে পুলিশের সদর দপ্তর ঘেরাও করল সিপিআইএম দল

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দল বামগ্রেস তথা সিপিআইএম এবং কংগ্রেস জোট। দলীয় প্রার্থীদের নিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিলও করেছেন প্রার্থীরা। কিন্তু কিছু কিছু জায়গায় সেই মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হচ্ছেন শাসকদলের কর্মীদের দ্বারা, তারই প্রতিবাদে সোচ্চার হয়ে বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কোন প্রকার সূরাহা না পেয়ে শনিবার রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে সিপিআইএম কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচি থেকে সিপিআইএম নেতৃত্ব মানিক দে বলেন নির্বাচনটা হতে দিন মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে নির্বাচনে লড়াই করার দিকে এগিয়েছি, কিন্তু মোট 18 টা ব্লকে শাসকদলের কর্মীরা বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়েছে যার ফলে নির্বাচনের লড়াই করার জন্য প্রার্থীরা প্রস্তুত থাকলেও সেই বাধার কারণে সেই এলাকায় ঢুকতে পারছে না কর্মীরা সুতরাং রাজ্য সরকারের কাছে আহ্বান রাখা হচ্ছে যে নির্বাচন হতে দিন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না এবং প্রশাসনের নির্বাক ভূমিকার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এদিনের কর্মসূচি কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য