দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা কাণ্ডে আরও এক অভিযুক্ত পুলিসের জালে। গুয়াহাটি থেকে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রাজু বর্মণকে বিমানে আগরতলায় নিয়ে আসা হয়। এম বিবি বিমানবন্দরে অভিযুক্ত রাজু বর্মণকে বাইরে নিয়ে আসার পরেই ক্ষুব্ধ লোকজন হই হুল্লোড় জুড়ে দেন। পুলিস কড়া নিরাপত্তায় মূল অভিযুক্ত রাজু বর্মণকে গাড়ি করে নিয়ে আসেন থানায়। চাঞ্চল্যকর ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক ভিকি হত্যা কাণ্ডের ঘটনাটি ঘটে ৩০ এপ্রিল রাতে।অভিযোগ গুলি করে খুন করা হয় ভিকিকে। প্রথম থেকেই ধারণা নিগোসিয়েশন নিয়েই এই হত্যা কাণ্ড। পুলিস ঘটনার তদন্তে নেমে ধাপে ধাপে রাজ্য ও বহিঃরাজ্য থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের দফায় দফায় পুলিস রিমান্ড শেষে জেলা হাজতে পাঠানো হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত রাজু বর্মণকে পুলিস গ্রেপ্তার করতে পারছিল না। অভিযোগ সে পালিয়ে বেড়াচ্ছিল।অবশেষে প্রায় আড়াই মাস পর তদন্ত কারী দল বুধবার গুয়াহাটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাজু বর্মণকে। পুলিস বৃহস্পতিবার আগরতলায় নিয়ে আসে ধৃত রাজুকে। বিমানবন্দরের বাইরে তাকে দেখেই ক্ষোভ উগরে দেন স্থানীয় উত্তেজিত জনতা। পুলিস গাড়িতে অভিযুক্তকে তুলে দ্রুত নিয়ে আসে এন সি সি থানায়।