Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদআসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক...

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক সর্বদলীয় বৈঠক।

খোয়াই প্রতিনিধি ১১ ই জুলাই….৮ ই আগস্ট হতে শুরু হতে চলেছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক সর্বদলীয় বৈঠক আয়োজিত হয়। এই দিন এই সর্বদলীয় বৈঠকে শাসক দল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করে এরা হলেন ভারতীয় জনতা পার্টি পক্ষে সমীর কুমার দাস সাধারণ সম্পাদক খোয়াই জেলা কমিটি এবং মাধব চক্রবর্তী সম্পাদক খোয়াই জেলা কমিটি, কংগ্রেস দলের পক্ষে যতীন্দ্র গোপ খোয়াই ব্লক সভাপতি সিপিআইএম দলের পক্ষে রতন দাস, তিপরা মথাদলের পক্ষে আশিষ দেববর্মা সহ অন্যান্যরা।এছাড়া এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চান্দনি চন্দ্রন, খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই দিন জেলাশাসক জানান আগামী ৮ই আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। খোয়াই জেলায় ১৩ টি জেলা পরিষদের আসন। বৃহস্পতিবার দিন থেকে ১৮ জুলাই পর্যন্ত নমিনেশন পেপার দাখিল করা যাবে। এছাড়াও খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব জানান, খোয়াই জেলায় শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হবে। তার জন্য পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। প্রার্থীদের নমিনেশন দাখিলের সময় নিরাপত্তা নিশ্চিত করা, ভোটদানের সময় সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি এলাকায় মিছিল মিটিং সভা করতে রাজনৈতিক দলগুলিকে ওই থানার ওসির থেকে অনুমতি নিতে হবে। মূলত বৃহস্পতিবার দুপুরে এই সর্বদলীয় সভার মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের ডামাডোল বেজে গেল। খোয়াইয়ের শান্তিপূর্ণ জনগণ আশাবাদী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে। এখন দেখার বিষয় আসন্ন পঞ্চায়েত নির্বাচন কতটুকু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে পারে প্রশাসনের কর্মকর্তারা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য