Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যবিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তায় যুব কংগ্রেস ও এনএসইউআই

বিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তায় যুব কংগ্রেস ও এনএসইউআই

রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো যুব কংগ্রেস ও এনএসইউআই। বুধবার দুই সংগঠনের নেতা কর্মীরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জড়ো হয়। সেখান থেকে বের করে বিক্ষোভ প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে চলে আসে। সেখানে বিক্ষোভ দেখাতে থাকা বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে। পুলিস আন্দোলনকারীদের পথ আটকে দেয়। সামান্য ধস্তাধস্তি হয় পুলিসের সঙ্গে। পরে পুলিস আন্দোলন কারীদের চ্যাংদোলা করে গ্রেপ্তার করে নিয়ে যায়। যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা জানান, ১৬০ টি স্কুল সরকার কিসের স্বার্থে বন্ধ করে দিচ্ছে তা এখনও জানা নেই কারো। তিনি অভিযোগ করেন ছাত্র- ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সরকার। যুব কংগ্রেস ও এন এস ইউ আই আগামী দিনেও লড়াই জারি রাখবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য