বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই জুলাই…… মঙ্গলবার দুপুরে খোয়াই সুভাষ পার্কের প্রাণ কেন্দ্রের উপর দিয়ে যে ছড়াটি প্রবাহিত হয়েছে সেই ছড়ার জলে কিছু অসাধু মাছ ব্যবসায়ী মুনাফা কামানোর ধান্দায় ছড়ার জলে বিষ ঢেলে দেয় করেছে। এই বিষ নিক্ষেপ করার জন্য ছড়ার জলে প্রচুর সংখ্যক মাছ ভেসে উঠেছে। এই ছড়াটি খোয়াই জাম্বুরা এলাকা থেকে শুরু করে দক্ষিণ জাম্বুরা হয়ে সুভাষ পার্কের উপর দিয়ে গিয়ে খোয়াই নদীতে মিলিত হয়েছে।। এতে করে এই ছড়ার জলে প্রচুর সংখ্যক মাছ রয়েছে। একাংশ সাধারণ জনগণ প্রতিদিন এই ছড়ার জল থেকে থেকে জাল ও বড়শি দিয়ে মাছ সংগ্রহ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। ঘটনার বিবরণে জানা যায় যে অতি লোভী কিছু মাছ ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুর ঐ ছড়ার জলের বিষ প্রয়োগ করে এতে এই ছড়ার জলে থাকা বিভিন্ন প্রজাতির শতাধিক কেজি মাছ নষ্ট হয়ে যায়। খোয়াইয়ের প্রাচীন লোকেরা এই ছড়াটিকে গঙ্গাছড়া নামে অভিহিত করেছিল। এবার প্রশ্ন হল খোয়াই শহরের উপর দিয়ে প্রবাহিত এই ছড়ার জলে যদি দুষ্কৃতীরা বিষ প্রয়োগ করে মাছ ধরার পরিকল্পনা গ্রহণ করে তাহলে শহর থেকে দূরে ওই ছড়াগুলিতে কি করতে পারে এবার এই বিষয়টি নিয়ে ভাবুন। আবার এই মাছগুলি আবার কেউ কেউ ধরছেন খাওয়ার জন্য, এই বিষয় টি নিয়ে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ বলাবলি করতে শোনা গেছে যে অদূর ভবিষ্যতে বিষ প্রয়োগ করে মাছ নষ্ট করার যে প্রবণতা সেটাকে শক্ত হাতে মোকাবেলা না করলে গঙ্গাছড়ার মতো অন্যান ছড়াগুলিকে রক্ষা করা আগামী দিন কষ্টকর হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় এই সমস্ত ঘটনাগুলি রোধ করার ক্ষেত্রে প্রশাসন কতটুকু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে আগামী দিন।