Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্যনির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে এবার রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম

নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে এবার রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম

বর্তমানে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসনকালে জিরানিয়া, আমতলী, শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণ সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্বৃত্তদের শাস্তির দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলা পুলিশ মহা নির্দেশকের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এদিনের কর্মসূচিতে পৌরহিত্ত করেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে বেশ কিছুদিন ধরে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন মানুষ কার কাছে বিচার চাইবে, নিজ সুরক্ষার জন্য মানুষ কার কাছে যাবে। মানুষের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন রয়েছে কিন্তু সেই পুলিশ প্রশাসনই যদি সাধারণ মানুষের না হয়ে আক্রমণকারীদের রক্ষকের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হবে। বলাবাহুল্য দীর্ঘদিনের বাম শাসনে এমন দিন কেউ দেখেছে কেউ বলতে পারবেনা, কিন্তু বিগত ছয় বছরের ইতিহাস সবার চোখে দেখা। তাই এই অপশাসনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য