Friday, March 14, 2025
বাড়িখবররাজ্যচাকরির জন্য ডেপুটেশন দিতে এসে গ্রেপ্তার বেকার যুবক

চাকরির জন্য ডেপুটেশন দিতে এসে গ্রেপ্তার বেকার যুবক

চাকরির জন্য ডেপুটেশন দিতে এসে গ্রেপ্তার হলেন কিছু সংখ্যক বেকার যুবক ঘটনা শুক্রবার রাজধানীর অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনায় এদিন ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজ্য সরকারের অগ্নি নির্বাপক দপ্তরের লোক নিয়োগ করা হচ্ছে না 2022 সালের মে মাসে অগ্নিনি ব্যাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভারের জন্য শূন্য পদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তি জারির পর প্রচুর সংখ্যক বেকার যুবকরা চাকরির জন্য আবেদন জানান তাদের শারীরিক পরীক্ষা ও অনুষ্ঠিত হয় ২০২৩ সালে জানুয়ারি মাসে, অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা কিন্তু এরপরই গোটা নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে পড়ে। চাকরিপ্রার্থী সংশ্লিষ্ট বেকার যুবকরা একাধিকবার বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিকের সাথে কথা বলেন কিন্তু হচ্ছে হবে এবং নির্বাচনের অজুহাতে এখনো বিষয়টি অথৈই জলের তলায় রয়েছে এই অবস্থায় অবিলম্বে ফায়ারম্যান এবং ড্রাইভার এর শূন্য পদ পূরণের জন্য বেকার চাকরি প্রার্থীরা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদানের জন্য ফায়ার ব্রিগেড এলাকায় সমবেত হন এদিন বেকার যুবকরা জানান তারা শারীরিক পরীক্ষা ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাকি রয়েছে মৌখিক পরীক্ষা এবং ফলাফল প্রকাশ কিন্তু তিন বছর সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট শূন্য পদ পূরণে দপ্তর কোন উদ্যোগ গ্রহণ করছে না তাই তারা এদিন অধিকর্তার নিকট অবিলম্বে শূন্য পদ পূরণের দাবিতে ডেপোটেশন প্রদান করতে এসেছেন। এদিন বেকার যুবকরা ডেপুটেশন প্রদান করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এতে উত্তেজনা সৃষ্টি হয় পরে পুলিশ বিক্ষুব্র বেকার যুবকদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় তীব্র উত্তেজনা ছাড়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য