ফের আগরতলা রেলস্টেশন থেকে আটক ৮ বাংলাদেশী মহিলা ।একই সাথে তাদের সহযোগী এক ভারতীয় নাগরিক কেও আটক করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত বাংলাদেশি নাগরিকদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চড়ে কাজের উদ্দেশ্যে মুম্বাই এবং পুনে যাওয়ার কথা ছিল।
গাঁজা এবং মানব পাচারের করিডোর হয়ে উঠেছে আগরতলা রেল স্টেশন। শনিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে ৮ বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ।একই সাথে গ্রেপ্তার করা হয়েছে তাদের এক সহযোগী ভারতীয় নাগরিককেও ।এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে বাংলাদেশী মহিলারা কাজের উদ্দেশ্যে পুলে এবং মুম্বাই যাচ্ছিল ।গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে জিআরপিএফ ,আরপিএফ এবং আইবি আধিকারিকরা গোটা রেলস্টেশন জুড়ে তল্লাশি চালান ।সকাল আটটায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা ছিল ।পুলিশ লক্ষ্য করে, ঠিক সাড়ে সাতটা নাগাদ কিছু সন্দেহভাজন মহিলা একজন পুরুষের সাথে রেলস্টেশনের প্রধান গেট পেরিয়ে তড়িঘড়ি প্লাটফর্মে প্রবেশ করছে ।তাদের সাথে সাথে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদে একসময় তারা জানান, কুমিল্লা বর্ডার হয়ে অবৈধভাবে তারা আগরতলায় প্রবেশ করে। তাদের উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে মুম্বাই এবং পুনে যাওয়া ।কাজ করার লক্ষ্যেই তারা মুম্বাই এবং পুনে- যাচ্ছিল ।এদিন আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান। তিনি আরো জানান,য অবৈধভাবে অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশী মহিলার সাথে তাদের এক সহযোগী ভারতীয় নাগরিক কেও গ্রেফতার করা হয়েছে। ধৃত ভারতীয়ের নাম সেন্টু কুমার দেব।এদিন জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক তাপস দাস আরো জানান ,ধৃতদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট এবং ipc ধারায় মামলা গ্রহণ করা হয়েছে ।শনিবারই তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।