Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদম্যাক্সগাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত তিন জিবিতে রেফার দুইজন।...

ম্যাক্সগাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত তিন জিবিতে রেফার দুইজন। ঘটনা বাইজাল বাড়ি এলাকা ।

খোয়াই প্রতিনিধি ১১ই এপ্রিল…… বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ খোয়াই থানাধীন বাইজাল বাড়ি কক ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় আগরতলা থেকে আশা যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে বাইকে থাকা দুজন বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে যায়। ম্যাক্স গাড়িতে থাকা চালক সহ তিনজন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন গাড়ি চালক সুবল সরকার যাত্রী
প্রীতি পাল দাস‌(৩৩) বিশ্বজিৎ দেববর্মা (২৮) অনিল দেববর্মা (২৯) বাইক আরোহী ও
পবিত্র দেববর্মা বাড়ি লংকা পুরা এলাকায় বাসিন্দা তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাটি প্রত্যক্ষ করার পর স্থানীয় এলাকাবাসী, অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পাঠায়। পরবর্তীতে অগ্নি নির্বাহ দপ্তর ও থানার যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা। দুর্ঘটনা গ্রস্থ অপর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে মৃত পবিত্র দেববর্মার মৃতদেহ শনাক্তকরণে খবর লেখা পর্যন্ত কেউ আসেনি। বর্তমানে তার মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মা। উক্ত ঘটনা কে ঘিরে খোয়াই জেলা হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সড়ক দুর্ঘটনা লাগাম কিছুতেই টানা যাচ্ছে না খোয়াই মহকুমা জুড়ে। প্রতিদিন কোন না কোন এলাকাতে সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য