নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে শাসক দল বিজেপির প্রচার। একদিকে উপ-ভোট অন্যদিকে লোকসভার ভোট, উভয়কে সামনে রেখেই প্রচারে ঝড় তুলেছেন মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার। বুধবার ৭ রামনগর বিধানসভায় এক জনসম্পর্ক অভিযানের আয়োজন করা হয়। এদিন বিধানসভার নির্বাচনী কার্যালয় থেকে এই জন সম্পর্ক অভিযান শুরু হয়। তাতে উপস্থিত ছিলেন প্রার্থী দীপক মজুমদার, শাসকদলের এক ঝাঁক কর্মী সমর্থক। প্রার্থী দীপক মজুমদার এদিন গণদেবতাদের দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করেন। পাশাপাশি রামনগরের জনগণের কাছে আহ্বান জানান তারা যেন প্রত্যেকে শাসকদলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী দীপক মজুমদার বলেন, জনগণ উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন। প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত যে দিশায় কাজ করেছিলেন সেই দিশায় উন্নয়ন অব্যাহত থাকবে রামনগরে। দিবারাত জনগণের স্বার্থে কাজ করা হবে। প্রার্থী শ্রী মজুমদার আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার উন্নয়নের সব থেকে বেশি নজর দিয়েছেন এবং গরিব খেটে খাওয়া মানুষ এবং রাজ্যের উন্নয়নে নজর দিয়ে নজির স্থাপন করেছেন। মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যের আপামর গণদেবতাদের কাছে আহ্বান করেন প্রত্যেকে যেন পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে মোদীজিকে উপহার তুলে দেন। জন সম্পর্ক অভিযানে প্রার্থী দীপক মজুমদারকে কাছে পেয়ে রামনগরের জনগণ বেশ উৎসাহিত। এতে সহজেই আন্দাজ করা যায়, আগামী উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারের জয় ১০০ শতাংশ নিশ্চিত। ভোট প্রচারে মেয়র দীপক মজুমদার কৃষ্ণনগর কদমতলা স্থিত মন্ত্রী রতন লাল নাথ এবং বিশিষ্ট সংগিত শিল্পী পান্না লাল দত্তের বাড়িতে যান এবং ভোট প্রার্থনা করেন। মন্ত্রী রতন লাল নাথ দীপক বাবুকে আশির্বাদ করে বলেছেন তুমি রেকর্ড ভোটে জয়লাভ করবে।