ভোট সম্পর্কে গোটা দেশের মধ্যে ত্রিপুরার ভোটাররা যথেষ্ট সচেতন। আর এর প্রতিফলন দেখা যায় ভোট বাক্সে। দেশের বিভিন্ন রাজ্য থেকে অনেক বেশি ভোট পড়ে ত্রিপুরায়। এরপরও নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার আয়োজন করা হলো একটি কর্মশালার। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় ভোটার সচেতনতা এবং স্বচ্ছতা অভিযান বিষয়ক এক কর্মশালার। রাজ্য এনএসএস শাখার উদ্যোগে আয়োজিত হয় এই কর্মশালা। সহযোগিতায় ছিল গুয়াহাটির এন এস এস এর আঞ্চলিক অধিকর্তা এবং রাজ্য যুব ও ক্রীড়া দপ্তর। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এবং যুবারা অংশগ্রহণ করে। এক সাক্ষাৎকারে এডিশনাল সিইও উষা জেন মগ জানান, এই কর্মশালা ঘিরে নতুন ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।