প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আশীর্ব্বাদ নিয়ে শনিবার থেকে রামনগরে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ।এদিন সকালে তিনি প্রয়াত বিধায়কের বিসভবনে যান,।তার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান ।কথা বলেন প্রয়াত বিধায়কের পরিবার পরিজনদের সাথে।আগামী ১৯ এপ্রিল দেশের লোকসভার প্রথম দফার ভোটের সাথে আগরতলার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে বিজেপি দল আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ।শনিবার থেকেই বিজেপি মনোনীত প্রার্থী ভোট প্রচার শুরু করবেন। আর ভোট প্রচার শুরুর প্রথম পর্বেই এদিন সকালে রামনগরে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে যান তিনি ।সেখানে পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। কথা বলেন প্রয়াত বিধায়কের পরিবার-পরিজনদের সাথে। ভোট প্রচারে তাদের সহযোগিতাও কামনা করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,দীর্ঘ ৫০ বছর ধরে এলাকার জনগণের সাথে নিবিড় যোগাযোগ ছিল প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের। তার হাত ধরেই দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে পথ চলা ।তিনি আজ নেই । প্রয়াত সুরজিৎ দত্তের শূন্য আসনে দল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ।তাই নির্বাচনী প্রচার শুরুর আগে প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আশীর্বাদ নিতেই তিনি এখানে ছুটে এসেছেন। উল্লেখ্য, রামনগর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ৪৫ হাজার ৬ ৬৯ জন ।এই উপনির্বাচনে মূল লড়াই হবে বিজেপি দলের সাথে ইন্ডিয়া জোটের ।ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই উপনির্বাচনে সিপিআইএম দল প্রাক্তন বিধায়ক রতন দাসকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এলাকার প্রাক্তন বিধায়ক রতন দাস এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের মধ্যে উপ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের অভিমত।