আগামী ২৭ মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব মনোনয়নপত্র দাখিল করবেন ।একই সাথে মনোনয়নপত্র দাখিল করবেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার ।সেদিন সকাল দশটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হবে মিছিল ।দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আয়োজিত মিছিল নিয়ে শনিবার বিজেপি রাজ্য দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে আগরতলা পুরনিগমের ৫১ টি ওয়ার্ড, পুর নিগমের অধীন ৯টি মন্ডল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিজেপির সদর শহর ও গ্রামীন জেলা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ২৭ মার্চ ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের জমায়েতের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এদিন বৈঠক শেষে সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য এই সংবাদ জানিয়েছেন।