রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হল মহা ধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠের আসর।বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ। শুক্রবার রাজধানীর বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল ময়দানে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহস্র কন্ঠে গীতা পাঠে অংশ নেয়।মহা ধর্মসভায় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী, গুরু ত্রিপুরা পিঠাধেশ্বর চক্রবর্তী সম্রাট হরিওম মহারাজ,গুরু ত্রিপুরা পিঠাধেশ্বর চক্রবর্তী সম্রাট হরিওম মহারাজ,শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ,রাজধানী আগরতলার জগন্নাথ জিউ মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজসহ প্রচুর সংখ্যক সাধুর সন্তদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান এক অন্য মাত্রা নেয়। সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে এক সময় বিবেকানন্দ ময়দানে তিল ধারনের ক্ষমতা ছিল না। এদিকে অনুষ্ঠান উপভোগ করতে ময়দানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার দুই সদস্য প্রনজিৎ সিংহ রায় এবং টিংকু রায়, বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ত্রিপুরার শিল্প নিগম এর চেয়ারম্যান টিংকু রায়সহ বিজেপির বহু নেতৃত্ব। এক সাক্ষাৎকারে গোটা কর্মকান্ডের পৃষ্ঠপোষক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, আগামী প্রজন্মের কাছে সনাতন ধর্মকে তুলে ধরার পাশাপাশি সনাতন ধর্মের প্রচার প্রসার-ই হল গোটা অনুষ্ঠানের মূল লক্ষ্য।