পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কেন্দ্রের জন্য শুক্রবার মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালি দলের মনোনীত প্রার্থী গৌরীশংকর নন্দী ।এদিন জুলাই বাড়ি এলাকার আমরা বাঙালি নেতৃত্ব গৌরী সঙ্কর নন্দী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। সাংবাদিকদের আমার বাঙালি প্রার্থী গৌরি শঙ্কর নন্দী জানান ,জেলা পরিষদ এবং জমি হস্তান্তর বাতিল করা, উদ্বাস্তু বাঙ্গালীদের পুনর্বাসন ও স্থায়ী নিরাপত্তা প্রদান এবং বাংলা ভাষার বিকাশের সার্থে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কেন্দ্রে এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন ।এরা হলেন এস ইউ সি আই দলের অরুণ ভৌমিক ।আমরা বাঙালি দলের গৌরীশংকর নন্দী এবং নির্দল প্রার্থী মিলন পদ মুরাসিং।