জুট মিল কর্মীদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেতন ভাতা সহ অন্যান্য ভাতা অবিলম্বে প্রদানের দাবিতে নতুন বছরের প্রথম দিনে গণ আবেদন প্রদান কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি। সম্প্রতি জুট মিল কর্তৃপক্ষ ত্রিপুরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে জুটমিল কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে 1983 সালের একটি তালিকা প্রকাশ করেছে ।কর্তৃপক্ষের এই ধরনের তালিকা প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি ।জুট মিল কর্তৃপক্ষের এই ধরনের দ্বিচারি মনোভাবের প্রতিবাদ জানিয়ে এক জানুয়ারি কর্তৃপক্ষের নিকট গণ আবেদন প্রদান কর্মসূচি হাতে নিয়েছে যৌথ আন্দোলন কমিটি ।সোমবার সকাল দশটায় জুটমিল গেটের সামনে শ্রমিক কর্মচারীরা সমবেত হবেন ।সেখান থেকে মিছিল করে কর্তৃপক্ষ নিকট গণ আবেদন পত্র তুলে দেওয়া হবে ।রবিবার আগরতলা প্রেসক্লাবে আহুত এক সাংবাদিক সম্মেলনে জয়েন্ট মুভমেন্ট কমিটি অফ ত্রিপুরা জুটমিল এর কনভেনার ধনমনী সিংহ এই সংবাদ জানিয়েছেন। কর্মসূচিতে জুটমিল শ্রমিক ও তাদের পরিবারের সদস্য সদস্যাদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।