চলতি মাসের ২০ তারিখ সংসদে দেশের গৃহমন্ত্রী ড্রাইভারদের উদ্দেশ্যে একটি আইন লাগু করেছেন যার মধ্য দিয়ে কোন ড্রাইভার যদি চলার সময় এক্সিডেন্ট করেন এবং সেখান থেকে পালিয়ে যান তাহলে তার জন্য ১০ বছরের জেল ও 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে তাছাড়া যদি তিনি আহত ব্যক্তিকে সাহায্য করেন সে ক্ষেত্রে শাস্তিতে কিছুটা ছাড় যেমন 5 বছরের জেল ও ৫ লক্ষ টাকার জরিমানা, কিন্তু অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর এই আইনে অসন্তোষ ব্যক্ত করলেন। এ নিয়ে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তীব্র বিরোধিতা জানালেন অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের ড্রাইভাররা। সংবাদ মাধ্যমের সামনে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে তারা জানান কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর এই কালা আইন তারা মানতে নারাজ কেননা তাদের যদি কোন কিছু হয়ে যায় তাহলে তাদের যে পরিবার-পরিজন রয়েছে তাদেরকে কে দেখবে সুতরাং যে দাবিগুলি সংসদে উত্থাপিত হয়েছে সেগুলি যদি বাতিল না করা হয় তাহলে আগামীকাল থেকে এরা যান চলাচল বন্ধ রাখবে এবং সরকার থেকে যে লাইসেন্স গুলি পেয়েছেন সেগুলি তারা জমা দিয়ে দেবেন বলে জানিয়েছেন। এদিনের বৈঠকে সংগঠনের ড্রাইভারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।