রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 108 তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয়, তারই পরিপ্রেক্ষিতে রাজধানীর শহরতলী ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, এলাকার কর্পোরেটরসহ দলের কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোকাল ফর লোকাল এবং শরীরচর্চা ও স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পের মধ্য দিয়ে যে সমস্ত যুবকরা আত্মনির্ভরতার পথে এগিয়েছেন তাদের মধ্যে কিছু মেধাবী যুবকদের কথা দেশবাসীর সামনে তুলে ধরেছেন এবং ভারতীয় সংস্কৃতি ও ভারতের যে পরম্পরা সেগুলিকে মান্যতা দিয়ে আগামী দিনে পথ চলার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তাছাড়া এদিনের অনুষ্ঠানে সুস্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য স্বাস্থ্য সচেতন ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হারমানপ্রিত কৌর ও কিছু ব্যক্তি বিশেষের অভিমত দেশবাসীর সামনে তুলে ধরেছেন। তার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী দিন যেন সকল দেশবাসী সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবন অতিবাহিত করেন তার আশা ব্যক্ত করেন।