Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যফরেনসিক সাইন্স কলেজ স্থাপনের নামে জনজাতি ১১ পরিবারকে উচ্ছেদের নোটিশ!

ফরেনসিক সাইন্স কলেজ স্থাপনের নামে জনজাতি ১১ পরিবারকে উচ্ছেদের নোটিশ!

ফরেনসিক সাইন্স কলেজ স্থাপনের নামে জনজাতি ১১ পরিবারকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে। জানা গেছে পশ্চিম জেলার অন্তর্গত এবং শ্রীনগর থানার অন্তর্গত হরিরাই পাড়া এলাকায় ৫৭ পরিবারের উপর উপজাতি অংশের গরিব মানুষ বসবাস করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে। ১৯৯৫ সালে এন আর ই সি টি এর পক্ষ থেকে এই উপজাতি অংশের গরিব পরিবার গুলিকে বিভিন্ন সুবিধা প্রদান করে যাতে করে তারা তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। সরকারি এন আর ই টি সি অনুমোদন পেয়ে তারা তাদের জীবিকা নির্বহ করে চলেছে ঠিক একই মধ্যে এই এলাকায় ফরেনসিক সাইন্স কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এডিসি প্রশাসনকে না জানিয়ে হঠাৎ এভাবে গরিব উপজাতি অংশের ১১ পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে। যদিও ১১ পরিবারের উপজাতি অংশের লোকজন প্রশাসনের দেওয়া এই নোটিশের প্রতিবাদ জানাতে শুরু করেছে। তাদের দাবি সরকারি অনুমোদন পাওয়া তাদের একমাত্র উপার্জনের পথ বাগান কোনমতেই ছাড়তে পারবে না এমনকি হঠাৎ করে তারা তাদের বাসস্থানও এইভাবে ছেড়ে যেতে পারবে না, প্রয়োজনে তারা রক্ত দিতেও রাজি আছেন এমনটাই অভিমত জানালেন ভুক্তভোগী উপজাতি অংশের লোকজন। তবে বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের এই অমানবিক নির্দেশকে কেন্দ্র করে সাধারণ উপজাতি অংশের মানুষরা আষা গ্রস্থ হয়ে পড়েছেন। তাদের দাবি সরকার যেন তাদেরকে ঠিক আগের মতই এই এলাকায় বসবাস করার সুযোগ করে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য