রাজধানীতে যুবক খুন। নিহত যুবকের নাম দেবব্রত চক্রবর্তী ওরফে দেবু । ঘটনা রাজধানীর রাধানগর তিন নম্বর আবাসনে। প্রকাশ্য দিবালোকে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। জানা গেছে দেবু আবাসনের চার তলায় থাকতো পেশায় পাইপ মেস্তরি ।এদিন সকালে একই আবাসনের তিনতলার লোকনাথ ধরের পুত্র প্রভাত ধরের সাথে দেবব্রত চক্রবর্তীর কোন একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় । বাক বিতান্ডার পর দেবব্রত নিজ ঘরে যায় এবং ভাত খেয়ে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হয় । কিন্তু প্রভাত ধর ও আরো কয়েকজন আবাসনের তিন তলায় দেবব্রতের জন্য অপেক্ষা করছিল । দেবব্রত চারতলা থেকে তিন তলায় নেমে আসতেই প্রভাত ও আরো দুই একজন তাকে বেধড়ক মারতে শুরু করে। তাকে মারতে মারতে দুই তলার সিড়ির সামনে রক্তাক্ত অবস্থায় মেঝেতে ফেলে রেখে তারা পালিয়ে যায় । পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান ।জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে দেবব্রত চক্রবর্তী ।খবর পেয়ে রাধানগর তিন নম্বর আবাসনে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ । এদিন নিহত দেবব্রত চক্রবর্তীর এক নিকট আত্মীয় এই সংবাদ জানান। এদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।এই ঘটনায় অভিযুক্ত প্রভাত ধর ও আরো কয়েকজন পলাতক ।তাদের জালে তুলতে বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাধানগর আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।