শুক্রবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের হাত ধরে দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় বাজার কলকাতার এক নতুন শোরুমের আনুষ্ঠানিক সূচনা হয়। এই শোরুমটিতে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য নিত্যনতুন কালেকশন।এদিন এক সংস্থার এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান যে এই দিনটা বাজার কলকাতার জন্য একটা বড়দিন, রাজ্যের মানুষের অনেক সমর্থন পেয়েছেন এরা। যার ফলে গুটি গুটি পায়ে পথ চলা শুরু করা আজ এই রাজ্যের বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান রূপ পেয়েছে। রাজ্যের মানুষের এতো সমর্থন সহযোগিতার ফলই আজকের তাদের এই চতুর্থ শোরুম।অনুষ্ঠান শেষে বিধায়ক সুরজিৎ দত্ত এদিন এই নতুন শোরুমটি খুলে দেখেন।



