ক্রিসমাস” অর্থাৎ বড়দিন নামটি এসেছে মাস অফ ক্রাইস্ট বা যীশু থেকে। ইতিহাস অনুযায়ী, ২৫ শে ডিসেম্বর বেথেলহেম নগরে কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন যিশু। খ্রিস্টানরা বিশ্বাস করেন, যিশু হল ঈশ্বরের পুত্র। মানুষকে সমস্তরকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর। যেহেতু ২৫ সে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, তাই এই দিনটি তাদের কাছে একটি বিশেষ দিন বা খুবই বড় দিন। এই বিশেষ দিনে একজন মহান ব্যক্তির আবির্ভাবের কারনে এই দিনটিকে ‘বড়দিন’ হিসাবে পালন করা হয়। বড়দিন এখন আর শুধু খ্রিস্টানদেরই উৎসব নয় এখন হিন্দু মুসলিম সবাই মেতে ওঠে এই উৎসবে। রাজ্যেও ঘটা করে পালন করা হয় বড়দিন। রাজ্যের বিভিন্ন গির্জার পাশাপাশি বাড়ি ঘরেও পালন করা হয় বড়দিন। ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয় ঘর। সে সকল সামগ্রী নিয়ে ইতিমধ্যেই দোকানীরা পসরা সাজিয়ে বসেছে আগরতলায়।