খোয়াই প্রতিনিধি …দুপুরে রাম মানিক সরদার পাড়া মাধ্যমিক স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্র সাপের কামড়ে আহত হয়।ঘটনার বিবরণে জানা যায় সিপাই হাওর মুরাবারি এলাকার বাসিন্দা মহেশ নায়েকের ১৩ বছরের ছেলে কপিল নায়েক রাম মানিক সরদার পাড়া স্কুলের সপ্তম শ্রেণীতে পাঠরত।সে প্রতিদিনের ন্যায় স্কুলের টিফিন চলাকালীন সময়ে নিজ ক্লাসের সহপাঠীদের সাথে ফুটবল খেলায় ব্যস্ত থাকে তেমনি ভাবে মঙ্গলবার দুপুরের স্কুলে টিফিন চলাকালী সময় এসে ফুটবল খেলতে ব্যস্ত ছিল তখন খেলার মধ্যে বলটি মাঠের পাশের জঙ্গলে চলে যায় শেষে কপিল নায়েক বলটি আনতে গেলে তার বা পায়ে সাপে কামড় দিয়েছে বলে বুঝতে পারে এরপর সে ঘটনাটি স্কুলের শিক্ষকদের জানালে স্কুলের তিন শিক্ষক মরণ কুমার বর্মা,উৎপল দেবনাথ ও দিবাকর দেবনাথ সবাই মিলে তাদের ছাত্র কপিল নায়েক কে সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।শেষে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কপিল নায়েকের শরীর পরীক্ষা করে বুঝতে পারে সাপে কামড় দিলেও তেমন কিছু হয়নি ভয়ের কোন কারণ নেই এরপরও কপিল নায়েক কে একটি স্যালাইন লাগিয়ে কয়েক ঘন্টার জন্য হাসপাতালে ভর্তি করে রাখা হয় অবজারবেশন করার জন্য এবং চিকিৎসক কপিল নায়েকের সাথে আসা শিক্ষকদের আশ্বস্ত করেন কপিল নায়েকের জন্য তাদের চিন্তার কোন কারণ নেই কারণ সাপটি তেমন ভাবে দংশন করেনি কপিল নায়েকের পায়ে যার ফলে কোন ভয় নেই তবু তারা কপিল নায়েককে কিছুক্ষণ অবজারবেশনে রেখে বাড়ি পাঠিয়ে দেয়।