বৃহস্পতিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ সাতটি সংগঠনের উদ্যোগে দলিতদের অধিকার ও সামাজিক ন্যায় সহ ১৭ দফা দাবিতে রাজ ভবন অভিযান কর্মসূচি পালিত হয়েছে।এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে বিভিন্ন সংগঠনের কার্যকতারা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য যাত্রা করে। কিন্তু সার্কিট হাউস এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দেয়।ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ সাতটি সংগঠনের রাজ ভবন অভিযানের দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, অবিলম্বে তপশিলিভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং নিয়মিত সেটি প্রদান করা। প্রতিটি জেলায় তপশিলি ছাত্র ছাত্রীদের প্রয়োজনে সরকারি খরচে আবাসিক বিদ্যালয় স্থাপন করা , নয়া শিক্ষানিতি বাতিল করা, ও সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ করা ইত্যাদি।



