আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসে বৃহৎ আকারে জনসভার মধ্য দিয়ে শক্তি পরীক্ষার জানান দিতে চায় আইপিএফটি। সোমবার দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সোমবার আগরতলা প্রেসকাবে উপজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন আইপিএফটির,র কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন দলের সভাপতি প্রেম কুমা রিয়াং। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ডিসেম্বর মাসে রাজ্যভিত্তিক একটি বড়সড় জমায়েত করা হবে। সম্ভবত এডিসির সদর দপ্তর খুমুলুঙে এই জমায়েত করা হবে ।এদিন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং এই সংবাদ জানিয়েছেন।এদিনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে আসন্ন রাজ্যভিত্তিক জনসভা কে সাফল্যমন্ডিতে করে তোলার জন্য চারটি সাব কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার থেকেই এই সাব কমিটিগুলির সদস্যরা জমায়েতকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে মাঠে নেমে পড়বেন ।বৈঠক থেকে সংশ্লিষ্ট কমিটিগুলিকে এই নির্দেশ প্রদান করা হয়েছে।