Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যনিয়োগ পত্রের দাবিতে আবারো সোচ্চার হল টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতিরা

নিয়োগ পত্রের দাবিতে আবারো সোচ্চার হল টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতিরা

ফের নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন টেট পরীক্ষার্থীদের। তাঁদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক। কেননা রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। নিত্যদিন শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করছে। কিন্তু রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না। এদিন সংবাদ মাধ্যমকে এক পরীক্ষার্থী জানান গত ২০২২ সালে টেট পরীক্ষায় হয়েছিল। তাতে ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না । এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর সাথে কথা বললেও এখনো তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই তাঁরা বাধ্য হয়ে সোমবার সকালে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।পরর্বতী সময়ে তাঁদের এক প্রতিনিধি দল এ বিষয়ে শিক্ষা ভবনে টিআরবিটির অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য