আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডুকলি ব্লকে ডেপুটেশন প্রদান করেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাস বলেন সামাজিক সুরক্ষা ভাতার নামে মূলত রাজনীতিকরণকে প্রাধান্য দিচ্ছে বিজেপি পরিচালিত সরকার। খোঁজ খবর নিয়ে দেখা গেছে অনেকাংশে রাজ্যবাসী সামাজিক ভাতা পাচ্ছেন না। পাশাপাশি রেগার কাজ নিয়ে চরম অনিয়ম চলছে। রেগার মজুরি নিয়ে অর্থ নয়ছয় হচ্ছে। তাই তাঁদের দাবি, রেগা প্রকল্পে ২০০ দিনের শ্রম দিবস এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা, কাজের সাথে মজুরি প্রদান করতে হবে এবং এই প্রকল্পে রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা হোক।