শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো পুর নিগমের আলোচনা সভা। এ দিনের সভার মূল বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান জনস্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকার প্রায় পঞ্চাশের ওপর প্রকল্প তৈরি করেছে যেগুলিকে আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ঘরে তুলে দেওয়াই হল মূল লক্ষ্য সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেই বিষয় নিয়েই আজকের এই আলোচনা সভা, তাছাড়া বিগত দিনে প্রতি ঘরে সুশাসন যে কর্মসূচি পালিত হয়েছিল তা আবারও পুর নিগমের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তার পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রা। যা 15 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে পাশাপাশি প্রতি ঘর সুশাসন 2.0 ক্যাম্পেইন । যা নভেম্বর, 2023 থেকে জানুয়ারী, 2024 পর্যন্ত চলবে। এই দুই বিষয়ে আজকের এই বৈঠক বলেও জানালেন মেয়র দীপক মজুমদার। এ দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার যাদব সহ, পুর নিগমের কর্পোরেটরগণ।